আইনজীবীর রহস্যময় দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রঘুনাথপুর শহরের। মৃত আইনজীবীর নাম তপন মাঝি(53) বাড়ি রঘুনাথপুর শহরের নন্দুয়ারা এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার অন্যান্য দিনের মতন পেশার তাগিদে রঘুনাথপুর মহকুমা আদালতে যান তপনবাবু। তারপর আর বাড়ি ফেরা হয়নি। সেদিনই দুপুর নাগাদ তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় রঘুনাথপুর থানা অন্তর্গত ভূতামা জোর এলাকা থেকে। বাড়ির লোক তাকে উদ্ধার করে নিয়ে যায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে তার মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ। শুক্রবার দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here