রঘুনাথপুর : অপরিচিত এক মূমূর্ষ ব্যক্তি কে ও নেগেটিভ রক্ত দান করতে এগিয়ে এলো রঘুনাথপুর নন্দুয়ার যুবক সন্তু ব্যানার্জি। বৃহস্পতিবার সে তার এক বন্ধু মারফৎ খবর পায় একজন রোগীর ও নেগেটিভ রক্তের প্রয়োজন। তৎক্ষনাৎ কিছু চিন্তা না করেই সন্তু রক্তদান করতে রাজি হয়ে যায়। জানা গিয়েছে রঘুনাথপুর থানার ঝাড়ুখামার এলাকার বাসিন্দা এক ব্যাক্তি দীর্ঘদিন যাবৎ কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ (০-)রক্তের প্রয়োজন হলে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রঘুনাথপুর সুপার স্প্যাশালিটী হাসপাতালে ব্ল্যাড ব্যাঙ্কে রক্তদান করতে এগিয়ে এলো ঐ যুবক। রোগীর পরিবারের মধ্যে একজন জানান, সত্যিই বিপদের দিনে যে পাশে দাঁড়ায় সেই হল আসল আপনজন। এদিকে সন্তু বলে প্রয়োজন হলে আরও রক্তের ব্যবস্থা হয়ে যাবে। রক্তের অভাবে আমরা কাউকে মরে যেতে দেব না।