আসন্ন পৌর নির্বাচনের মনোনয়নের চতুর্থ দিন পুরুলিয়া জেলার তিনটি পৌরসভার বিভিন্ন রাজনৈতিক দল মনোনয়নপত্র দাখিল করলেন । মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে পুরুলিয়া জেলাশাসকের কার্যালয়ে, রঘুনাথপুর মহকুমা শাসকের কার্যালয় এবং ঝালদা মহকুমা শাসকের কার্যালয় মনোনয়নপত্র দাখিল করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এদিন পুরুলিয়া পৌরসভার মোট 23 টি আসনের জন্য 34 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, তৃণমূল 15, বিজেপি 2, সিপিআইএম 5, কংগ্রেস 5, ফরওয়ার্ড ব্লক 2, আরএসপি 1, নির্দল 4। রঘুনাথপুর পৌরসভার মোট 13 টি আসনের জন্য 39 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, তৃণমূল 11, সিপিআইএম 11, কংগ্রেস 10, আরএসপি 1, অন্যান্য 6। ঝালদা পৌরসভার মোট 12 টি আসনের জন্য 22 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, তৃণমূল 2, সিপিআইএম 4, কংগ্রেস 10, ফরওয়ার্ড ব্লক 1, নির্দল 2, অন্যান্য 3।