রঘুনাথপুর : রঘুনাথপুর আদালতে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির সদস্যরা দুদিন ব্যাপী কর্মবিরতি পালন করছেন। মঙ্গলবার তারা আদালত চত্বরে মিছিল ও অবস্থান করে কর্মবিরতি পালন করছেন। আদালত কর্মীরা জানান, রাজ্য সরকার তাদের মহার্ঘ্য ভাতা থেকে বঞ্চিত করছে। প্রাপ্য মহার্ঘ্য ভাতা না দিয়ে মাত্র ৩ শতাংশই দেওয়া হয়েছে। প্রাপ্য মহার্ঘ্য ভাতার দাবিতেই এই কর্মসূচি বলে জানান তারা।