২২ সালে খুন হয়েছিলেন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু, এবার অষ্টমীর রাতে চলে গেলেন তাঁর স্ত্রী, ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু।
ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর (৪২) মৃত্যু ঘিরে চাঞ্চল্য |শুক্রবার রাত প্রায় পৌনে এগারোটা নাগাদ ঝালদা শহরের স্টেশন রোডের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পরেন তাকে ঝালদা ১ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় |তবে পরীক্ষার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন |ঘটনার খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সহ দলের স্থানীয় নেতৃত্ব |ঝালদার আইসি পার্থসারথি ঘোষ সহ পুলিশের আরো কিছু অধিকারিক ছিলেন |