সাঁতুড়ি ব্লককে অবিলম্বে খরা ঘোষণা করে চাষীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে ।এমন দাবি তুলে শুক্রবার সাঁতুড়ি ব্লক বিজেপির তরফ থেকে বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। এদিন বিজেপির দলীয় সদস্যরা বিডিওর কাছে একটি স্মারকলিপি কপি তুলে দেয়। বিজেপি নেতাকর্মীরা জানান সাঁতুড়ি ব্লক এলাকায় ১০ হাজারের বেশি পরিবার ধান চাষ করে জীবিকা নির্বাহ করে। এখানে তেমন কোন শিল্প নেই । ফলে একমাত্র ধান চাষেই অধিকাংশ পরিবারের সারা বছরের সংসার চালানোর সম্বল। বর্তমানে জুলাই মাস পর্যন্ত পরিমাণ মতো বৃষ্টি না হওয়ায় এখনো মাঠে ধান রোপন করা যায়নি। তাই অবিলম্বে সমস্ত ব্লক এলাকাকে খরা ঘোষণা করে যেন চাষীদের সাহায্য করা হয় তার জন্য বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়েছে।