খবর আনন্দ- রঘুনাথপুর ১ পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে রঘুনাথপুর ১ ও ২ ব্লককে নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। এদিন এই বৈঠকে তিনি প্রথমে দুই ব্লকের স্বনির্ভর দলের সদস্যদের সাথে মিলিত হন এবং পরে দুই ব্লকের বিভিন্ন আধিকারিকদের সাথে বৈঠক করেন। জেলাশাসক জানান, বৈঠকে দুই ব্লকের বিভিন্ন সরকারি প্রকল্পের পর্যালোচনা করা হয়। তিনি আরও জানান, বিগত ছয় মাস ধরেই জেলার বিভিন্ন ব্লকের এই প্রশাসনিক বৈঠক করা হয়েছে। বাকি ছিল রঘুনাথপুর ১ ও ২ ব্লকে। সেই বৈঠকও সম্পন্ন করা হল এদিন।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com