রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির অর্ধনগ্ন দেহ প্রায় ছয় ঘন্টা পড়ে রইলো। ঘটনায় আতঙ্ক ছড়ায় হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের মধ্যে। সম্প্রতি এই হাসপাতলে 50 শয্যার কোভিড ইউনিট আরম্ভ হয়েছে। এরপর দীর্ঘক্ষন হাসপাতাল চত্বরে মৃতদেহ পড়ে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠে। ঘটনার খবর পেয়ে ছুটে যান বিশিষ্ট সমাজসেবী ও জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাজারী বাউরী। প্রাথমিকভাবে দেহটিকে একটি কাপড় দিয়ে ঢাকা দেন তিনি। এরপর বিষয়টি প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। কোভিড প্রটোকল মেনে দেহটিকে উদ্ধার করে হাসপাতালে মর্গে রাখা হয়। হাসপাতালের সুপার সোমনাথ দাস জানান অজ্ঞাত ব্যক্তির পরিচয় না জানায় তার দেহকে উদ্ধার করে রাখা হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে ।