রঘুনাথপুর শহর তৃণমূল শ্রমিক সংগঠের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন রঘুনাথপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে অধিবেশনটি হয়।
এদিন বিশ্বকর্মা ও দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত তৃণমূল শ্রমিক সংগঠনের অধিবেশনটি করা হয়। অধিবেশনে রঘুনাথপুর শহরের ১৩ টি ওয়ার্ডের তৃণমূল কর্মী ও সমর্থকেরা যোগ দেন। অধিবেশনে পুরুলিয়া জেলা শ্রমিক সংগঠন তথা আইএনটিটিইউসির জেলা সভাপতি উজ্জ্বল কুমার, রঘুনাথপুর শহর শ্রমিক সংগঠনের সভাপতি সৌর্য চক্রবর্তী, রঘুনাথপুর পৌরসভার পুরপ্রধান তরণী বাউরি প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা সভাপতি উজ্জ্বল কুমার জানান সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আরো শক্তিশালী করার উদ্দেশ্যেই এই অধিবেশন।