খবর আনন্দ-মৃতদেহ আটকে রেখে হাওড়া বেনারস রোড অবরোধ করলেন স্থানীয়রা। গত 14 ই ফেব্রুয়ারি রাতে পাশে বাড়ির সঙ্গে রাস্তা দিয়ে যাওয়া আসা কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। রবিন বর নামে 23 বৎসর বয়সী এক যুবক কে লিলুয়া থানার পুলিশ এরেস্ট করে নিয়ে যায়। তারপর কোটে চালান করা হয়. পরে জামিনে ছাড়া পেয়ে আসার পর জগদীশপুর এলাকায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাওড়া মর্গে তার পোস্টমর্টেম করা হয়।আজ 16 ফেব্রুয়ারি সেই মৃতদেহ নিয়ে প্রায় ঘণ্টা দুয়েক এলাকাবাসী বেনারস রোড অবরোধ করে। তাতে বেনারস রোড অবরুদ্ধ হয়ে যায় এবং পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশের সাথে এলাকাবাসীর একপ্রস্থ তর্ক বাদে ।তারপর পুলিশ দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে উঠে যায় অবরোধ। ঘটনার জেরে বেনারস রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com
