খবর আনন্দ-মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা। এবার পুরুলিয়া জেলার 20 টি ব্লকে 117 টি স্কুলে রয়েছে পরীক্ষা কেন্দ্র। শেষ সময়ের প্রস্তুতি চলছে তুঙ্গে। এবার জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 450 32 যার মধ্যে ছাত্রের সংখ্যা 204 55 ও ছাত্রীর সংখ্যা 245 77 রয়েছে। জেলায় বারোটি পরীক্ষা কেন্দ্র কে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে শিক্ষা দপ্তর। এইসব কেন্দ্রে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com