ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনেই লক্ষীলাভ গ্রাহকের। রঘুনাথপুর শহরের বাঁকুড়া রোডে মন্ডল পেট্রল পাম্প থেকে পেট্রোল কিনে লটারিতে আস্ত একটা দামী গাড়ি পেলেন রঘুনাথপুরের এক যুবক।

সেই গাড়ির চাবি তাঁর হাতে তুলে দিলেন রঘুনাথপুর থানার আইসি অর্ঘ্য মন্ডল,ইন্ডিয়ান অয়েলের জেনারেল ম্যানেজার।পাম্পের মালিক সুকুমার মন্ডল জানান গোটা রাজ্যের মধ্যে সেরা পুরস্কার হিসাবে দশ লক্ষ টাকা দামের এই গাড়িটি তারই পাম্প থেকে লটারির মাধ্যমে উঠেছে।
পেট্রোল কিনে লটারিতে আস্ত একটা দামী গাড়ি পেলেন রঘুনাথপুরের এক যুবক।
