রঘুনাথপুর : পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। ৫০ ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ মিলল না যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার দুপুরে রঘুনাথপুর থানা অন্তর্গত সিজা গ্রামের অদূরে একটি পুকুরে স্নান করতে নেমে পুকুরে তলিয়ে যায় ওই গ্রামের বাসিন্দা বৈদ্যনাথ মুর্মু (৩০)। ঘটনার পর পুকুরে তল্লাশি শুরু করে গ্রামের বাসিন্দারা সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। শনিবার দুপুর পর্যন্ত পুকুরে তল্লাশি চালানো হলেও খোঁজ মিলল না যুবকের। এদিন বিপর্যয় মোকাবিলার বাহিনীর সদস্যদের ছাড়াও জেলেদের মাছ ধরার জাল দিয়ে পুকুরে তল্লাশি চালানো হয়। উপস্থিত ছিল রঘুনাথপুর থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা।