খবর আনন্দ-১২৩ তম নেতাজী জন্ম বার্ষিকী তে ” দি ফ্রি থিংকিং হিউম্যানিষ্টস্ ” এর পুরুলিয়া জেলা কমিটি ও আদরা শাখা র ‘ মাসিক সাহিত্য আড্ডা ‘ হয়ে গেল দ : পূ: রেলওয়ে মেন্স ইউনিয়নের আদরা শাখা -২ সভা ঘরে ।
সভায় সভাপতিত্ব করেন তপন ব্যানার্জী ।
পুরুলিয়া জেলার নানা প্রান্ত থেকে কবি – সাহিত্যিক- সংস্কৃতি কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে স্ব -রচিত কবিতা পাঠ করেন সুমিত বেরা – বাপ্পাদিত্য পান্ডে – গৌতম রায় – অনিমেষ মুখার্জী – কল্যান পাত্র । গল্পপাঠ ও সঙ্গীত পরিবেশন করেন দেবকমল চক্রবর্ত্তী – অভিষেক চ্যাটার্জী – শ্যামলী পাল – সমাপিকা চ্যাটার্জী – পৌলমি মুখার্জী ও মানোয়ারা বেগম ।সাহিত্যের প্রতি নতুন প্রজন্মের ঝোঁক আরো বাড়নোর নানা দিক নিয়ে সুচিন্তিত মত রাখেন শ্রয়শী দত্ত ।
আবৃত্তি পরিশন করেন ছোট্ট শিল্পী অনন্যা সুর ।
নেতাজীর জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন শ্রদ্ধেয় শিক্ষক গুরুদাশ সরেন ।
সমগ্র অনুষ্ঠাণ সুচারুভাবে পরিচালনা করেন সংগঠনের সম্পাদক সত্যিজৎ চ্যাটার্জী ।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com