পুরুলিয়া : বুধবার তৃনমুল যুব কংগ্রেসের পক্ষ থেকে রঘুনাথপুর কলেজে সাফাই অভিযান কর্মসূচী পালন করা হল। জেলা তৃনমুল যুব কংগ্রেসের সম্পাদক সাদ্দাম হুসেন আনসারির উদ্যোগে এদিন রঘুনাথপুর কলেজ প্রাঙ্গনে দলীয় কর্মীরা ঝোপ জঙ্গল পরিস্কার করে।সাফাই অভিযানে সামিল প্রত্যেকে গলায় ঝুলছে প্ল্যাকার্ড। তাতে লেখা রয়েছে বিভিন্ন সমাজ চৈতনামূলক বার্তা। পরিবেশ পরিস্কার রাখুন তবেই সুস্থ থাকবে জীবন। আসুন যেখানে সেখানে প্ল্যাস্টিক ব্যবহার বন্ধ করি। পচনশীল বস্তু ব্যবহার শুরু করি।
এদিন জেলা তৃনমুল যুব কংগ্রেসের সম্পাদক সাদ্দাম হুসেন আনসারি জানান, দূষনমুক্ত সমাজ গড়তে এবং পরিবেশকে সুস্থ রাখতে আমাদের একসাথে লড়তে হবে। পরিবেশ সুস্থ থাকলে তবেই আমরা সুস্থ থাকব। তাই দুই দিনের সাফাই অভিযানের প্রথম দিনে আমরা রঘুনাথপুর কলেজ চত্বরে নোংরা আবর্জনা সহ জঙ্গল সাফাই করলাম। আগামীতে আরও অন্যান্য জায়গায় সাফাই অভিযান করা হবে। উপস্থিত ছিলেন জেলা পরিবহন দপ্তরের সদস্য হাজারী বাউরি , সাদ্দাম হুসেন আনসারি , হিমাংশু মণ্ডল , শেখ সিরাজ সহ অন্যান্যরা।