বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার পুরুলিয়ায় রোড শো করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার দুপুর তিনটে নাগাদ কাশিপুর শহরের নপারা পেট্রলপাম থেকে রোড শো আরম্ভ করেন শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো , বিধায়ক সুদীপ মুখার্জি, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীসহ অন্যান্য বিজেপি পদাধিকারীরা। এদিন মিছিল শেষ হওয়ায় কাশিপুর হাটতলা মোড়ে সেখানে পথ সভায় অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। এদিন সভা চলাকালীন তৃণমূলের ঝাণ্ডা বাধা একটি কাল গাড়ি সভায় প্রবেশ করায় শুরু হয় বিশৃঙ্খলা। এরপরে মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের শান্ত হওয়ার অনুরোধ জানান। এই বিষয়ে আগ্রা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় চৌবে জানান পিকনিক থেকে তার বন্ধুদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি সেই সময় রাস্তা আটকে অবৈধভাবে বিজেপির পথসভা করছিল তার গাড়িতে তৃণমূলের ঝাণ্ডা দেখে তার উপরে আক্রমণ করেন বিজেপি কর্মী সমর্থকরা যদিও বিজেপির দাবি প্রশাসনের কাছে অনুমতি নিয়েই আজকের সভা হচ্ছিল সেই সময় সভা পন্ড করার জন্য তৃণমূল নেতাকর্মীরা সভায় প্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করে।