পুরুলিয়া : এক দিবসীয় দিবারাত্রি কাবাডি প্রতিযোগিতা আয়োজিত হয় পুরুলিয়া জেলার রেল শহর আনাড়ায়। রবিবার আনাড়া K.R একাডেমীর উদ্যোগে আনাড়া রেলওয়ে ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়। কাবাডি প্রতিযোগিতায় এই জেলা সহ কলকাতা বর্ধমান এমনকি পার্শ্ববর্তী রাজ্য থেকে মোট ১৪ টি দল অংশগ্রহণ করে। যার মধ্যে ১২টি পুরুষ দল এবং দুটি মহিলা দল। পুরুষ দলগুলির মধ্যে ফাইনাল খেলায় জয়ী হয় আনার সেভেনস্টার বিজিত হয় দক্ষিণ 24 পরগনা এবং মহিলা দলগুলির মধ্যে ফাইনালে জয়ী হয় দুর্গাপুর বিজিত হয় কেআর কাবাডি একাডেমি আনারা। ফাইনালে জয়ী এবং বিজিত দলগুলিকে ট্রফি তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।