নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আদ্রা S.C.B ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ভলিবল প্রতিযোগিতা। মঙ্গলবার আদ্রা ঝরিয়াডি এস বি আই ব্যাংকের সামনের মাঠে আয়োজিত হয় এক দিবসীয় ডে নাইট ভলিবল প্রতিযোগিতা। উদ্যোক্তা কৌশিক আচার্য জানান এই খেলায় এই জেলার পাশাপাশি ভিন্ন রাজ্য থেকেও মোট ১৬ টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, খেলার ফাইনালে জয়ী হন আড়রা শক্তি সংঘ, বিজিত হন নিরসা ভলিবল একাডেমি। জয়ী দলকে ৫০০১ টাকা ও ট্রফি এবং বিজিত দলকে ৩০০১ টাকা ও ট্রফি প্রদান করা হয়।