দীর্ঘদিন বঞ্চনার পর বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষকগন তাদের স্থায়ীকরণের দাবিতে17 ই ডিসেম্বর নবান্ন চলো,দিদিকে বলো এর ডাক দেন।তারই প্রস্তুতি হিসেবে আজ পুরুলিয়া জেলা কমিটির ডাকে পুরুলিয়া ডিআই অফিস সংলগ্ন মাঠে মিটিং হয়।মিটিংএ সকলে 17 তারিখ কলকাতা যাওয়ার অঙ্গীকার গ্রহন করেন।উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সমীর দেওঘোরিয়া।তিনি বলেন, তাদের স্থায়ীকরণ করা না হলে কলকাতার রাজপথে অনশন করা হবে।