খবর আনন্দ-কারো বেতন বকেয়া ৬ মাস। কারো বকেয়া দুই থেকে তিন মাস। বেতন মেটানো সহ বেশ কয়েকটি দাবিতে অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতি শুরু করেছেন পুরুলিয়া রঘুনাথপুর সরকারি পলিটেকনিক এর চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীরা। 11 দিন ধরে চলছে কর্মবিরতি। যার জেরে পলিটেকনিকে পঠন-পাঠন ব্যাহত হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের একাংশের।
নিতুরিয়া ব্লকের সড়বড়িতে চার বছর আগে শুরু হয়েছে রঘুনাথপুর সরকারি পলিটেকনিক কলেজ। সেখানে শিক্ষকের সংখ্যা 21 জন। তাদের মধ্যে আটজনকে নেওয়া হয়েছে চুক্তির ভিত্তিতে। কলেজে চুক্তির ভিত্তিতে কাজ করেন তিনজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট , চারজন ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর। পলিটেকনিক শুরুর সময় থেকেই কাজ করছেন চুক্তির ভিত্তিতে নিযুক্ত এই শিক্ষক ও কর্মীরা।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com
